সাউথ আফ্রিকা রোজার সময়সূচি ২০২৫ (South Africa Ramadan Calendar 2025) সাউথ আফ্রিকার জোহানেসবার্গ, ডারবান ও পোর্ট এলিজাবেথ রমজানের ক্যালেন্ডার আজকের ইফতার ও সেহরির শেষ সময়। আফ্রিকা মহাদেশের বড় একটি অংশ জুড়ে রয়েছে সাউথ আফ্রিকা দেশটি, যেখানে ইসলাম ধর্মের অনুসারীদের থেকে অন্যান্য ধর্মের মানুষজন বেশি। তবে অল্প সংখ্যক হলেও মুসলিম রয়েছে সেখানেও। কারণ প্রবাসী বাংলাদেশী সহ অনেক দেশের মুসলিম বিভিন্ন সময় বিভিন্ন কারণে সাউথ আফ্রিকা দেশটিতে গিয়ে থাকে। এতে করে পবিত্র মাহে রমজানের রোজা রাখতে তাদের সাউথ আফ্রিকার রোজার সময়সূচি ২০২৫ দেখার প্রয়োজন হয় স্বাভাবিক ভাবেই। যেখান থেকে সহজেই তারা জানতে পারে প্রতিদিনের রোজার সেহরি ও ইফতারের সময়সূচি সমূহ।
সাউথ আফ্রিকা রোজার সময়সূচি ২০২৫
বাংলাদেশের মানুষ জন এখন পুরো পৃথিবী জুড়েই রয়েছে কখনও মধ্যপ্রাচ্যে আবার কখনও বা ইউরোপ ও আফ্রিকায়। ঠিক তেমনি ভাবেই এখন অনেকে রয়েছে সাউথ আফ্রিকা দেশটিতে। আমরা জানি যে, সৌদি আরবের আকাশে দেখা মিলেছে পবিত্র মাহে রমজানের চাঁদের। এতে করে দেশটির পাশাপাশি আরও অনেক দেশেই দেখা গেছে রমজানের চাঁদ, যার ফলের শুরু হচ্ছে রমজানের রোজা। তাই সকল মুসলিম পরিবারে এখন এক অন্য রকমের শান্তি, আনন্দ বিরাজমান। যার কারণেই সাউথ আফ্রিকায় থাকা মুসলিমরা জানতে ও পেতে চান সেখানকার রোজার সময়সূচি ২০২৫।
সাউথ আফ্রিকার রমজানের ক্যালেন্ডার 2025 প্রিটোরিয়া
আমরা জানি যে, সাউথ আফ্রিকার প্রশাসনিক রাজধানী হচ্ছে প্রিটোরিয়া, যেখানে দেশটির মোট জনসংখ্যার প্রায় ৬% বসবাস করে। এছাড়াও ভিনদেশীদের আগমন তাদের রাজধানী শহর দিয়েই প্রথমে হয়। এতে করে প্রবাসী বাংলাদেশী সহ অনেকেই সাউথ আফ্রিকার রাজধানীতে রয়েছে তথা বিভিন্ন সময় যায়। যার জন্য অনেকেই স্বাভাবিক ভাবেই সাউথ আফিকার রমজানের ক্যালেন্ডার 2025 খুঁজতে প্রথমে চায় প্রিটোরিয়ার আজকের রোজার সেহরি ও ইফতারের সময়সূচি।
South Africa Ramadan Calendar 2025 Today Sehri & Iftar Timetable
আপনি কি South Africa Ramadan Calendar 2025 Today Sehri & Iftar Timetable চাচ্ছেন? তাহলে একদম সঠিক ওয়েবসাইটেই আপনার অবস্থান। কেন না আমরা পবিত্র মাহে রমজানের মাস ব্যাপী ক্যালেন্ডার পুরো বিশ্বের মুসলিমদের জন্য কভার করছি। সেখানে যুক্ত করা হয়েছে সাউথ আফ্রিকা দেশটিও। আমরা ইতোমধ্যেই সাউথ আফ্রিকার রমজানের ক্যালেন্ডার তথা সময়সূচি উপরের অংশে ছবি আকারে তুলে ধরেছি।
সাউথ আফ্রিকা আজকের সেহরি ও ইফতারের সময় সূচি ২০২৫
আগামী ১ মার্চ, ২০২৫ তারিখ হতে সাউথ আফ্রিকায় শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমজানের রোজা। এতে করে সাউথ আফ্রিকার প্রথম তথা আজকের সেহরির শেষ সময় হল ভোর ৪ টা বেজে ৩৫ মিনিটে। অপরদিকে একই ভাবে সাউথ আফ্রিকার আজকের ইফতার হবে সন্ধ্যে ০৬.৩০ টায়।