Islamic Calendar

শবে বরাত ২০২৫ কত তারিখে? Shab e Barat Kobe 2025 Tarikh জানুন

শবে বরাত ২০২৫ কত তারিখে? Sobe Borat Kobe 2025 Koto Tarikhe

শবে বরাত ২০২৫ কত তারিখে? Shab e Barat Kobe 2025 Tarikh জানুন। আরবি শাবান মাসের একটি মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ রাতের নাম হচ্ছে পবিত্র শবে বরাত। যেখানে হাদিসের ভাষায় বলা হয় ‘লাইলাতুন নিসফি মিন শাবান’ বা ১৫ শাবানের রাত (মধ্য শাবান)। উল্লেখ্য যে, ‘শবে বরাত’ একটি ফারসি শব্দ। ‘শব’ শব্দের অর্থ রাত, এবং ‘বরাত’ অর্থ নাজাত বা মুক্তি। এই দুই শব্দ মিলে অর্থ হয় মুক্তির রজনী। বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশের ইসলাম ধর্মের অনুসারী প্রাণ, প্রিয় মুসলিম ভাই ও বোনেরা শবে বরাত পালন করে থাকেন রাতে ইবাদাত বন্দেগী করে এবং দিনের বেলায় রোজা রেখে। তাই এই আর্টিকেলটির মধ্য দিয়ে আমরা আপনাদের সাথে শেয়ার করবো, ২০২৫ সালের শবে বরাত কবে ও কত তারিখে পালিত হবে বাংলাদেশ সহ, মধ্যপ্রাচ্যের দেশ গুলো যেমন; সৌদি আরব, আরব আমিরাত (দুবাই), ওমান, কাতার, কুয়েত, মালয়েশিয়া, সিঙ্গাপুর।

শবে বরাত

শবে বরাত ২০২৫ কত তারিখে?

২০২৫ সালের শবে বরাত কত তারিখে পালিত হবে, জানতে গত ৩০ জানুয়ারি সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। যেখানে উল্লেখ্য করা হয় শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হয়েছে। যার পরিপ্রেক্ষিতে আগামী ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ (শনিবার) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

Shab e Barat Kobe 2025 Tarikh

বিশ্বের ধর্মপ্রাণ মুসলিম ভাই ও বোনেরা প্রতি বছরই Shab e Barat পালন করে থাকেন। সাধারণত হিজরি তথা আরবি ক্যালেন্ডারের ৮ম তম মাস হল শাবান, এই শাবানের মধ্য রজনী অর্থাৎ ১৫ই শাবান পবিত্র শবে বরাত পালন করে হয়ে থাকে। আপনারা জানেন যে, শাবানের পরবর্তী মাস হল পবিত্র মাহে রমজান, যে মাসের সিয়াম (রোজা) আমাদের ইসলাম ধর্মের ধর্মপ্রাণ মুসলিমদের উপর মহান আল্লাহ্‌ তা’আলা ফরজ করেছেন। Sobe Borat Kobe 2025 Tarike যারা জানতে চেয়েছিলেন, আশা করি ইনশাআল্লাহ্‌ ইতোমধ্যেই উপরের অংশে তা জেনেছেন।

শবে বরাতের ফজিলত

আমরা বিভিন্ন হাদিসের আলোকে জানতে পারি পবিত্র শবে বরাত একটি ফজিলত পূর্ণ রাত, যার কারণে আমাদের উচিদ হবে না, তা নিয়ে বেশি মাতামাতি করা এবং একই সাথে এই রাতের ফজিলতও অনস্বীকার্য। হজরত আবু বকর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) বলেন, ‘শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতে মহান আল্লাহ দুনিয়ার আসমানে অবতরণ করেন। সেই রাতে তিনি মুশরিক এবং অন্য ভাইয়ের প্রতি বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকলকে ক্ষমা করে দেন।’ (মুসনাদে বাজজার: ৮০, মুসনাদে আহমদ, হাদিস : ৬৬৪৬)

আরও পড়ুনঃ শাবান মাসে আইয়ামে বীজের রোজা রাখবেন যেদিন

শবে বরাতের ফজিলত নিয়ে হাদিস

পবিত্র শবে বরাত সম্পর্কে কিছু হাদিস তুলে ধরা হল, যাতে করে এর গুরুত্ব ও আমলের ব্যাপারে সকলে অবগত হতে পারেন।

শবে বরাতে নবীজির আমল সম্পর্কে হাদিসে এসেছে, আয়েশা (রা.) বর্ণনা করেন—‘একবার রাসুলুল্লাহ (স.) রাতে নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ সেজদা করেন যে, আমার ধারণা হলো- তিনি হয়ত মৃত্যুবরণ করেছেন। আমি তখন উঠে তার বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম। তার বৃদ্ধাঙ্গুলি নড়ল। যখন তিনি সেজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন, তখন আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা তোমার কি এই আশঙ্কা হয়েছে যে, আল্লাহর রাসুল তোমার হক নষ্ট করবেন? আমি উত্তরে বললাম, না- হে আল্লাহর রাসুল। আপনার দীর্ঘ সেজদা থেকে আমার এই আশঙ্কা হয়েছিল, আপনি মৃত্যুবরণ করেছেন কি না।

তখন নবী (স.) জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ ও তার রাসুলই ভালো জানেন। রাসুলুল্লাহ (স.) তখন ইরশাদ করলেন, ‘এটা হলো অর্ধ শাবানের রাত (শবে বরাত)। আল্লাহ তাআলা অর্ধ-শাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমাপ্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহপ্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই।’ (শুআবুল ঈমান, বায়হাকি: ৩/৩৮২-৩৮৩; তাবারানি: ১৯৪)

Roja Moni

Roja Moni is a passionate writer focused on providing accurate and insightful information about Ramadan. She regularly writes about Ramadan calendars, Sehri & Iftar timings on the website rojarsomoysuchi.com. Her work helps Muslims stay informed and connected to the holy month’s practices and traditions.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button