
সৌদি আরব তায়েফ রোজার সময়সূচি 2025 ক্যালেন্ডার (আজকের ইফতার ও সেহরির শেষ সময় ২০২৫) নির্ভুল ভাবে জেনে নিন। সৌদি আরবের তায়েফ শহর বা নগরীর সাথে এক বিষাদের সৃতি রয়েছে আমাদের প্রিয় নবী করিম হযরত মুহাম্মদ (সাঃ) এর। কারণ তৎকালীন সময়ে আল্লাহ্র প্রিয় হাবীব তায়েফ নগরীতে তাওহীদের দাওয়াত দিতে গিয়েছিলেন কিন্তু তায়েফের কাফেররা তাকে পাথরের আঘাতে রক্তাক্ত করেন। এই সৃতিময় সৌদির তায়েফে আজ ইসলামের বাণী ও শান্তি পৌঁছেছে, যেখানে সহ রয়েছেন প্রবাসী বাংলাদেশী মুসলিম ভাইয়েরা। তাদের জন্যই এ অংশের বিশেষ আয়োজন সৌদি তায়েফ আজকের ইফতার ও সেহরির শেষ সময় ২০২৫, যা নিচের অংশ হতে সংগ্রহ ও শেয়ার করুন।
🌷 Go where you wanna 🪷
সৌদি আরব তায়েফ রোজার সময়সূচি 2025
মিডিল ইস্ট সৌদি আরবের রাজধানী রিয়াদে দেখা গেছে পবিত্র মাহে রমজান মাসের চাঁদ, যা ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় উঠেছে। এতে করে ২০২৫ সালের রমজানের রোজা সৌদিতে শুরু হচ্ছে ১ মার্চ, শনিবার হতে। এতে করে অন্যান্য শহরের ন্যায়, আপনারা যারা আরবের তায়েফ নগরীতে রয়েছেন। তাদের পবিত্র মাহে রমজানের সিয়াম তথা রোজা রাখতে রমজানের সময় সূচি 2025 সৌদি আরব তায়েফ এর জন্য দেখে নিতে বা ডাউনলোড করে রাখতে হবে। যা তাদের রমজানের মাস ব্যাপী রোজা করতে সাহায্য করবে।
সৌদি আরবের তায়েফ রমজানের ক্যালেন্ডার ২০২৫
হিজরি ১৪৪৬ সনের নবম মাস হল পবিত্র মাহে রমজান, যার সিয়াম (সাওম) কে মহান রব আমাদের জন্য করছেন ফরজ ইবাদাত। যার ফলে প্রত্যেকটি মুসলিমকে আবশ্যিক ভাবে আল্লাহ্র এই ইবাদাত করতে হবে। সংযমের এই মাসটিতে অগণিত সওয়াব হাসিল করা আমাদের সকলের লক্ষ্য হওয়া উচিদ। তাই এই মুহূর্তে আপনারা যারা পূর্ণভূমি সৌদি আরবের তায়েফ রয়েছেন রমজানের ক্যালেন্ডার ২০২৫ জেনে নিন। যেখানে সম্পন্ন ভাবে প্রতিটি রোজার সেহরি ও ইফতারের সময়সূচি মেনশন করা হয়েছে।
আরও দেখুন╰┈➤ সৌদি আরব জেদ্দা রোজার সময়সূচি 2025 ক্যালেন্ডার (ইফতার ও সেহরির শেষ সময়)✔️
আজকের সেহরির শেষ সময় সৌদি আরব তায়েফ 2025
স্বাভাবিক ভাবেই যখন পবিত্র মাহে রমজান মাসের আগমন ঘটে তখন চারিদিকে আকাশে, বাতাসে যেন এক ধরণের সুভাস বয়তে থাকে। কেন না এই মাসে নাযিল হয়েছে পবিত্র আল কুরআন, এই মাসে রয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ রজনী লাইলাতুল কদর। সেই মাসের প্রথম রমজানের আজকের সেহরির শেষ সময় সৌদি আরবের তায়েফে ভোর ৫.০৭ টায়।
সৌদি আরব তায়েফ ইফতার টাইম ২০২৫
মুসলিমদের তথা ইসলাম ধর্মের পুণ্যভূমি খ্যাত সৌদি আরবের তায়েফ আজকের রোজার ইফতার সন্ধ্যা ৬.০৩ টায় অনুষ্ঠিত হবে। এছাড়াও এশার সালাত হবে রাত ৭.১৯ টায়।