
সৌদি আরব তাবুক রোজার সময়সূচি 2025 (আজকের ইফতার ও সেহরির শেষ সময় ২০২৫) নির্ভুল ভাবে জেনে নিন। আরব বিশ্বের সব থেকে বড় দেশ বা রাষ্ট্রের নাম হল সৌদি আরব, যার রয়েছে ছোট বড় অনেক গুলো শহর যার মধ্যে উন্নতম তাবুক। যেখানে সৌদি আরবের অন্যান্য শহরের ন্যায় প্রবাসী বাংলাদেশীদের বসবাস রয়েছে তাবুক শহরেও। সাধারণত বাংলাদেশীরা এই শহরটিতে কর্মী হিসেবেই রয়েছেন। সৌদি আরব ইসলামের উত্তমতম একটি রাষ্ট্র তা আমরা মুসলিম হিসেবে জানি আলহামদুলিল্লাহ। তাই বর্তমানে আপনারা যারা সৌদির তাবুকে আছেন, তাদের জন্য আজকের ইফতার ও সেহরির শেষ সময় দেওয়া হল।
🌷 Go where you wanna 🪷
সৌদি আরব তাবুক রোজার সময়সূচি 2025
দেখতে, দেখতে আমাদের মাঝে এলো পবিত্র মাহে রমজান মাস, যার রোজা তথা সিয়ামকে আমাদের মহান রব করেছেন ফরজ ইবাদাত। যার মধ্য দিয়ে ইসলাম ধর্মের অনুসারীরা আল্লাহ্র নৈকট্য লাভ করতে পারে, এই মাসটিতে রহমত, বরকত, কল্যাণ ও মাগফিরাতের বাড়িধারা রয়ে যায়। ১৪৪৬ হিজরি সনের পবিত্র মাহে রমজান পরেছে এবার মার্চ মাসে। ১ মার্চে শুরু প্রথম রোজা, যার কারণে জেনে নেওয়া দরকার রমজানের সময় সূচি 2025 সৌদি আরব তাবুক শহর ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য।
সৌদি আরবের তাবুক রমজানের ক্যালেন্ডার ২০২৫
আপনি কি, একজন প্রবাসী বাংলাদেশী হিসেবে সৌদি আরবের তাবুকে রয়েছেন? আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে এই মুহূর্তে আবশ্যিক এভাবে পবিত্র মাহে রমজানের রোজাকে সামনে রেখে সৌদি আরবের তাবুক রমজানের ক্যালেন্ডার ২০২৫ খুঁজছেন। কারণ আমরা জানি যে, আরবি শাবান মাসের ২৯ তারিখের পর এবার অর্থাৎ ২০২৫ সালের রমজান মাস এসেছে আমাদের মাঝে।
আরও দেখুন╰┈➤ সৌদি আরব জেদ্দা রোজার সময়সূচি 2025 ক্যালেন্ডার (ইফতার ও সেহরির শেষ সময়)✔️
আজকের সেহরির শেষ সময় সৌদি আরব তাবুক 2025
আজকের সেহরির শেষ সময় ৫.৩৯ টায় সৌদি আরবের তাবুক শহরে, যার কারণে আপনাকে উক্ত সময়ের মধ্যে খাবার শেষ করতে হবে। উল্লেখ্য যে, সেহরি গ্রহণের মধ্য দিয়ে রোজারক্ষণ শুরু হয়।
সৌদি আরব তাবুক ইফতার টাইম ২০২৫
সৌদি আরব তাবুকের আজকের ইফতারের সময় সন্ধ্যা ৬.৩৩ টায়, যে সময় টায় মাগরিবের নামাজের আযান হবে। আমরা জানি যে ঐ সময়ে ইফতারের সময় হয়ে থাকে। তাই আপনি এই সময়ে ইফতার করবেন এমন কি ২ বা ১ মিনিট আগে করলেও সমস্যা নেই, বরং এই ব্যাপারে লেট করা যাবে না।