
সৌদি আরব রিয়াদ রোজার সময়সূচি 2025 ক্যালেন্ডার (আজকের ইফতার ও সেহরির শেষ সময় ২০২৫) নির্ভুল ভাবে জেনে নিন। সুখবর! সৌদি আরবের আকাশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ (শুক্রবার)। যার ফলে ১রা মার্চ শনিবার হতে শুরু হচ্ছে পবিত্র রমজানের প্রথম রোজা। এতে করে স্থানীয় সৌদি আরব বাসীদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশীরা বিশেষ করে যারা এখন দেশটির রাজধানী রিয়াদে রয়েছেন। তারা জানতে চান, সৌদি আরব রিয়াদ রমজানের সময় সূচি ২০২৫ যা থেকে সহজেই আরবের রাজধানীতে বসেও আপনি প্রতিটি রোজার সেহরি ও ইফতার সঠিক ভাবে সম্পন্ন করতে পারবেন।
🌷 Go where you wanna 🪷
সৌদি আরব রিয়াদ রোজার সময়সূচি 2025
মুসলিমদের প্রাণ কেন্দ্র খ্যাত সৌদি আরবে শুরু হতে যাচ্ছে পবিত্র মাস মাহে রমজানের ফরজ সিয়াম, আমাদের কাছে যা রোজা নামে পরিচিত। একজন ইসলাম ধর্মে অনুসারী তথা মুসলিম হিসেবে ফরজ রোজা রাখা, আমাদের জন্য আবশ্যিক। কেন না এটি মহান আল্লাহ্ তাআলার বিধান, যার কোন নড়চড় হবে না। তাই আপনি পবিত্র মাসে যদি সৌদির রাজধানী শহর রিয়াদে অবস্থান করেন এবং রমজানের রোজা গুলো ঐ স্থানেই রাখবেন বলে মনস্থির করেন। তাহলে আপনার জন্যই স্পেশালি এই আর্টিকেলটি, যেখানে মিলবে রমজানের সময় সূচি 2025 সৌদি আরব রিয়াদ এর জন্য।
সৌদি আরবের রিয়াদ রমজানের ক্যালেন্ডার ২০২৫
সাধারণত পবিত্র মাহে রমজান মাসটি ইংরেজি ও বাংলা উভয় মাসের ন্যায় ২৯ বা ৩০ দিনে হয়ে থাকে। দীর্ঘ একটি মাস মুসলিম সম্প্রদায়কে ফরজ সিয়াম (সাওম) রাখতে হয়। যার জন্য ২টি বিশেষ ধাপের সময় সূচি জানতে হয়। সেটি হচ্ছে সেহরি ও ইফতারের সময়, যা নির্ধারণ হয় সুবহে সাদিক এবং সূর্যাস্তের মাধ্যমে। সৌদি সরকার ইতোমধ্যেই ১রা মার্চকে পহেলা রমজান ধরে, সৌদি আরবের রিয়াদের রমজানের ক্যালেন্ডার ২০২৫ প্রকাশ করেছে, যেখানে ইফতার ও সেহরির শেষ সময় উল্লেখ করা হয়েছে।
আরও দেখুন╰┈➤ সৌদি আরব রোজার সময়সূচি 2025 ক্যালেন্ডার (ইফতার ও সেহরির শেষ সময়)✔️
আজকের সেহরির শেষ সময় সৌদি আরব রিয়াদ 2025
আত্ম উন্নয়ন ও সংযমের বাণী নিয়েই আমাদের মাঝে শিক্ষনীয় বহু বিষয় এবং বোনাস স্বরূপ পাপ মোচন করতে রহমত, বরকত নিয়ে রমজানের আগমন ঘটে। এতে করে আমাদের উচিদ হবে পুরো মাহে রমজান মাসকে কাজে লাগিয়ে সওয়াব হাসিল করা। এতে করে প্রথম শুরু হিসেবে জানতে হবে, আজকের সেহরির শেষ সময় সৌদি আরব রিয়াদ ভোর ৫ টায়।
সৌদি আরব রিয়াদ ইফতার টাইম ২০২৫
সেই ভোর বেলায় সুবাহ সাদিকের আগে সেহরির খাবার খেয়ে রোজা রাখছেন এবং একই সাথে সকল ধরণের পানাহার হতে সারাদিন বিরত ছিলেন। এখন আপনার মন অস্থির হয়ে আছে প্রধানত সন্ধ্যার ইফতারের জন্য, যার মধ্য দিয়ে রোজা তার পূর্ণতা লাভ করবে ইনশাআল্লাহ্। সৌদি আরব রিয়াদ আজকের ইফতার টাইম সন্ধ্যা ০৫.৫৬ টায়।