
সৌদি আরব রোজার সময়সূচি 2025 ক্যালেন্ডার (আজকের ইফতার ও সেহরির শেষ সময় ২০২৫) মক্কা, মদিনা, রিয়াদ, জেদ্দা, তায়েফ, তাবুক, জুবাইল, আল হাসা ও দাম্মাম নির্ভুল ভাবে জেনে নিন। পবিত্র মাহে রমজান মাস আবারও এলো আমাদের মাঝে রহমত, বরকত ও কল্যাণের অফুরন্ত বাণী নিয়ে। যে মাসের রোজা তথা সিয়ামকে মহান আল্লাহ্ তা;আলা করেছেন ফরজ ইবাদাত। মুসলিমদের দ্বিতীয় কিবলার দেশ সৌদি আরবে দেখা গেছে পবিত্র মাহে রমজানের রোজা চাঁদ, ২৮ ফেব্রুয়ারি যা রাজধানী রিয়াদের আকাশে তালাশ করা হয়। যা টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়াই খালি চোখে দেখা যায়। এতে করে সৌদি আরবে ২০২৫ সালের রমজানের প্রথম রোজা শুরু হচ্ছে ১ মার্চ হতে। তাই দেশটির স্থানীয় মুসলিমদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশীরা জানতে চাইবেন, সৌদি আরবের আজকের ইফতার ও সেহরির শেষ সময় ২০২৫ পিডিএফ ও ছবি আকারে।
🌷 Go where you wanna 🪷
সৌদি আরব রোজার সময়সূচি 2025
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, যা আরব দেশ গুলোর মধ্যে সকল দিক থেকে এগিয়ে রয়েছে। মরুভূমির এই দেশটিতে রয়েছে মুসলিমদের ধর্মীয় অনেক কিছুই, যেমন পবিত্র কাবা শরীফ, নবীজির রওজা মোবারক সহ বহু মসজিদ ও ইসলামিক স্থাপত্য। এছাড়াও সৌদি আরবে রয়েছে প্রবাসী বাংলাদেশীদের সব চেয়ে বেশি সংখ্যক বাঙ্গালী কর্মীরা। যাদের দিন, রাতের অক্লান্ত পরিশ্রমের ফল আমাদের সোনার বাংলাদেশ। আমরা জানি যে, রমজানের রোজা আমাদের জন্য ফরজ করা হয়েছে, সেহেতু সৌদিতে অবস্থানরত বাঙ্গালীদের রোজা রাখতে হবে। এ জন্য তাদের জেনে ও দেখে নিতে হবে রমজানের সময় সূচি 2025 সৌদি আরবের জন্য।
সৌদি আরবের রমজানের ক্যালেন্ডার ২০২৫ মক্কা, মদিনা, রিয়াদ, জেদ্দা, তায়েফ, তাবুক
আমরা জানি যে, ইসলামিক বিষয় গুলোতে পৃথিবীর সকল মুসলিম দেশ গুলোর প্রথম নজর থাকে সৌদি আরবের দিকে। কেন না সেখানে এখনো রয়েছে শরিয়াহর বিধান, কিন্তু অন্য দেশে যা তেমন একটা দেখা যায় না এই যুগে! পবিত্র মাহে রমজানের রোজার চাঁদের সন্ধান প্রথমে সৌদি আরবেই করা হয়। এতে করে স্বাভাবিক ভাবেই সকলের চোখ থাকে সৌদির দিকে।
সেই পুণ্যভূমি সৌদি আরবের আকাশে রমজানের রোজার চাঁদ দেখার পর, এবার সকলে প্রস্তুতি নিচ্ছে সিয়াম পালন করার। তাই প্রবাসী বাংলাদেশী হিসেবে যারা এখন সৌদি আরবের বিভিন্ন শহরে রয়েছে কর্মী, শিক্ষা গ্রহণে বা হজ্জ ও উমরাহ্ করতে তাদের জন্য এ অংশে তুলে ধরতে চলেছি সৌদি আরবের রমজানের ক্যালেন্ডার ২০২৫ মক্কা, মদিনা, রিয়াদ, জেদ্দা, তায়েফ, তাবুক, জুবাইল ও আল হাসা সহ প্রায় সকল শহরের জন্য।
আরও দেখুন╰┈➤ সৌদি আরব রিয়াদ রোজার সময়সূচি 2025 ক্যালেন্ডার (ইফতার ও সেহরির শেষ সময়)✔️
আজকের সেহরির শেষ সময় সৌদি আরব 2025
রমজান মাস শুরু হবার পর সকলে সব থেকে বেশি যেটি জানতে চায়, তা হচ্ছে সেহরির সময় সূচি। কারণ প্রথম রোজাতে কখন বা কয়টায় সেহরির সময় শেষ হবে সেটা জানা প্রয়োজনীয়, এর ফলে পরবর্তীতে আর তেমন দেখতে হয় না। সৌদি আরবের রমজানের ক্যালেন্ডার 2025 অনুসারে আজকের সেহরির শেষ সময় ভোর ৫.০৭ টায়।
সৌদি আরব ইফতার টাইম ২০২৫
আজকের ইফতার টাইম বা সময়সূচী সৌদি আরবের জন্য ইতোমধ্যেই প্রকাশ করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক। তা অনুসারে আজকে সৌদি আরবের রোজার ইফতার হবে সন্ধ্যে ৬.০৩ টায়।