
সৌদি আরব মদিনা রোজার সময়সূচি 2025 ক্যালেন্ডার (আজকের ইফতার ও সেহরির শেষ সময় ২০২৫) নির্ভুল ভাবে জেনে নিন। প্রিয় সৌদি আরব বাসী, আপনাদের জানায় পবিত্র মাহে রমজানের অভিনন্দন। আপনারা জেনে খুশি হবেন যে, ২০২৫ সালের পবিত্র রমজানের রোজার চাঁদ দেখা গেছে সৌদি আরবের আকাশে, যার ফলে ১ মার্চ (শনিবার) হতে মক্কা, মদিনা, রিয়াদ, দাম্মাম, তায়েফ ও তাবুক সহ সৌদির সকল স্থানে রোজা শুরু হচ্ছে। এতে করে আপনারা যারা এখন মদিনায় রয়েছেন, তাদের জন্য আজকের ইফতার ও সেহরির শেষ সময় ২০২৫ তুলে ধরা হল আলহামদুলিল্লাহ।
🌷 Go where you wanna 🪷
সৌদি আরব মদিনা রোজার সময়সূচি 2025
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, আরব দেশ গুলোর মধ্যে সব থেকে বড় আয়তন থেকে শুরু করে জনসংখ্যা সহ সব দিক থেকেই। এই সৌদি আরবের মদিনা শহরে রয়েছেন অনেক প্রবাসী বাংলাদেশী কর্মী, এছাড়াও অনেকেই হজ্জ ও উমরাহ্ করতে গিয়ে থাকেন। তো যার মধ্যে আপনারা পবিত্র ভূমিতে অবস্থানকালীন পবিত্র মাস মাহে রমজান পান অথবা রমজানে উমরাহ্ করতে যান। তাদের আবশ্যিক ভাবেই সৌদি আরব আল মদিনার রমজানের সময় সূচি 2025 জেনে নিতে হবে। কারণ আপনাকে দেশের বাহিরে গিয়ে ভিন্ন একটি স্থানে রমজানের রোজার সেহরির পাশাপাশি ইফতার করতে হবে। যদিও সেখানে আপনি আযানের মাধ্যমে জানতে পারবেন তারপরও নিজ থেকে আগে জেনে নেওয়া ভাল।
সৌদি আরবের মদিনা রমজানের ক্যালেন্ডার ২০২৫
সোনার মদিনায় চিরনিদ্রায় শায়িত আছেন আমাদের দ্বীনের নবী মহা নবী হযরত মুহাম্মদ (সাঃ)। যার আগমনে মক্কা, মদিনা সহ পুরো বিশ্ব হতে বিদায় নিয়েছিল জাহেলাত। এবং বিশ্বের বুকে ফিরে আসেছিল অপার শান্তি যিনি দ্বীন ইসলাম কায়েম করে বিদায় নিয়েছেন। আজও মুসলিম উম্মাহ হজ্জ ও উমরাহ্ করতে গিয়ে মদিনায় রাসুল (সাঃ) এর রওজা মোবারক জিয়ারত করেন এবং মসজিদে নববীতে সালাত আদায় করেন। সৌদি আরবের সেই পূর্ণভূমিতে আপনি এখন অবস্থান করলে জেনে নিন মাসব্যাপী মদিনার রমজানের ক্যালেন্ডার ২০২৫।
আরও দেখুন╰┈➤ সৌদি আরব তাবুক রোজার সময়সূচি 2025 ক্যালেন্ডার (ইফতার ও সেহরির শেষ সময়)✔️
আজকের সেহরির শেষ সময় সৌদি আরব মদিনা 2025
স্বাভাবিক ভাবেই পবিত্র রমজানের শুরুতে বিশেষ করে সকলে তার অবস্থান অনুসারে জানতে চায় সেহরির সময় সূচি। কারণ সেহরি করেই রোজা রাখবার নিয়ত করতে হয়। আজকের সেহরির শেষ সময় সৌদি আরব মদিনাতে ভোর ৫.২৮ টায়।
সৌদি আরব মদিনা ইফতার টাইম ২০২৫
অন্যদিকে সেহরির পর, পর আপনাকে জানতে হবে আজকের মদিনার ইফতারের সময় সূচি। কারণ সন্ধ্যায় মাগরিবের আযানের সাথে, সাথে ইফতার করতে হবে। সৌদি আরব মদিনাতে আজকের ইফতার টাইম সন্ধ্যা ৬.২৫ টায়।