
সৌদি আরব জেদ্দা রোজার সময়সূচি 2025 ক্যালেন্ডার (আজকের ইফতার ও সেহরির শেষ সময় ২০২৫) নির্ভুল ভাবে জেনে নিন। সৌদি আরবের জেদ্দা নগরী যা দেশটির ৪র্থ বৃহতম শহর, যেখানে রয়েছে আন্তর্জাতিক বিমান বন্দর। সাধারণত যারা মক্কা নগরীতে আসে, তাদের প্রথমে জেদ্দা বিমান বন্দরে অবতরণ করতে হয়। আমরা জানি যে, প্রতি বছর বাংলাদেশ হতে অসংখ্য মানুষ হজ্জ ও উমরাহ্ করতে সৌদি আরবে যায়। এছাড়াও কর্মের লক্ষ্যে সৌদি আরবের বিভিন্ন শহর বা অঞ্চলে রয়েছে প্রবাসী বাংলাদেশী প্রায় সাড়ে ১০ লাখের উপর। স্বাভাবিক ভাবে এদের মধ্যে যারা সৌদির জেদ্দাতে রয়েছেন, তাদের রমজানের রোজা গুলো সেখানেই পালন করতে হবে। এতে করে তাদের জন্য সৌদি আরবের জেদ্দা আজকের ইফতার ও সেহরির সময় সূচি ২০২৫ দেওয়া হবে।
🌷 Go where you wanna 🪷
সৌদি আরব জেদ্দা রোজার সময়সূচি 2025
আপনি কি জানেন, সৌদি আরবে ২০২৫ সালের রমজান মাসের চাঁদ দেখা গেছে, যা ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় রিয়াদের আকাশে দেখা মিলে। এতে করেই অফিচিয়াল ভাবে সৌদি আরবে প্রথম রোজা হতে যাচ্ছে ১ মার্চ হতে। তাই এই মুহূর্তে যারা জেদ্দাতে রয়েছেন, তারা রমজানের রোজা গুলো করার জন্য স্থানীয় সময়ের সাথে মিলিয়ে সময় সূচি জেনে নিতে চান। সাধারণত সৌদি সরকার ইতোমধ্যেই ১ মার্চকে প্রথম রোজা ধরে, জেদ্দার রমজানের সময় সূচি 2025 প্রণয়ন করেছে, যা নিচের অংশে তুলে ধরা হল।
সৌদি আরবের জেদ্দা রমজানের ক্যালেন্ডার ২০২৫
পবিত্র মাহে রমজান মাস আসে আমাদের আত্ম শুদ্ধি করতে, সংযমের শিক্ষা নিয়ে। এই মাসটিতে আমাদের সকলের উচিদ হবে পূর্বের সকল পাপ মোচন করে নেওয়া। কারণ রমজান মাস আমাদের জন্য বোনাস স্বরূপ, যাতে করে অনাবিল শান্তির পাশাপাশি মহান রবের রহমতের বাড়িধারা। এই মাসটির রোজা গুলো আপনার এলাকা ভিত্তিক ভাবে করতে জানতে হবে, সঠিক সময় সূচি সমূহ। যার কারণেই জেনে নিন সৌদি আরবের জেদ্দা রমজানের ক্যালেন্ডার ২০২৫, যা পূর্ণাঙ্গ ভাবে পুরো মাহে রমজানের ৩০ দিনের জন্যই করা হয়েছে।
আরও দেখুন╰┈➤ সৌদি আরব তাবুক রোজার সময়সূচি 2025 ক্যালেন্ডার (ইফতার ও সেহরির শেষ সময়)✔️
আজকের সেহরির শেষ সময় সৌদি আরব জেদ্দা 2025
আপনারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন রেখেছেন সৌদি আরবের জেদ্দার সেহরির সময় সূচি জানতে চেয়ে। সাধারণত রমজান মাস শুরুর দিকে এই বিষয়টি জানার আগ্রহ থাকে ব্যাপক। সৌদি আরবের জেদ্দাতে আজকের সেহরির শেষ সময় ভোর ৪.৪৫ টায়।
সৌদি আরব জেদ্দা ইফতার টাইম ২০২৫
আজ কখন সৌদি জেদ্দাতে ইফতার অনুষ্ঠিত হবে? এ বিষয়ে জানতে চান স্থানীয় জেদ্দাবাসী সহ প্রবাসী বাঙ্গালীরা। আমরা জানি যে, সন্ধ্যায় মাগরিবের সালাতের আযানের মধ্য দিয়ে ইফতার করা হয়। সৌদি আরব জেদ্দাতে আজকের ইফতারের সময় ৫.৪০ টায়।