
ওমান সালালাহ রোজার সময়সূচি ২০২৫ ক্যালেন্ডার (আজকের ইফতার ও সেহরির সময়) ওমান মাস্কাট রমজানের সময়সূচি 2025 জেনে নিন। ইতিহাস ও ঐতিহ্যের দেশ হচ্ছে ওমান, যার অধিকাংশ জনসংখ্যার মানুষ ইসলাম ধর্মের অনুসারী। এতে করে স্থানীয় বাসিন্দা সহ ওমানের সালালাহ শহরে বাস করা প্রবাসী বাংলাদেশীরা রমজানের সময়সূচি জানতে বা পেতে চায়। যার কারণে ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে ওমানের আকাশে পবিত্র রমজানের রোজার চাঁদ দেখার পর স্বাভাবিক ভাবেই সকলে এখন সিয়াম রাখার প্রস্তুতি গ্রহণ করেছেন ইনশাআল্লাহ। আমরা জানি যে, ওমান একটি মুসলিম রাষ্ট্র হওয়াতে নানা ইসলামিক দেশের পর্যটক এ দেশে ভ্রমণে আসে থাকেন এবং একই সাথে উন্নয়নশীল দেশের শ্রমিকরা আসে কাজের লক্ষ্যে। তেমনি ভাবে প্রবাসী অনেক বাঙ্গালী ভাইয়েরা রয়েছে ওমান দেশটির বিভিন্ন শহরে, যেখানে সালালাহ উন্নতম তার মদ্ধে।
🌷 Go where you wanna 🪷
ওমান সালালাহ রোজার সময়সূচি ২০২৫
ওমানের সালালাহ শহর বরাবরের ন্যায় মুসলিমদের কাছে কাছে খুবই গুরুত্ব পূর্ণ ও তাৎপর্যপূর্ণ। কারণ সেখানে নবী হযরত ইমরান (আঃ) এর সমাধি রয়েছে। এছাড়াও ওমান একটি মরুভূমি রাষ্ট্র হলেও সালালাহতে রয়েছে সবুজের আস্তরণ। যার কারণেই অপরুপ সৌন্দর্যের শহর সবুজ শহর হচ্ছে ওমানের সালালাহ। এই শহরটিতে রয়েছে আমাদের প্রবাসি বাংলাদেশী ভাইয়েরাও, যাদের অবস্থান কালে পবিত্র মাহে রমজান মাস পেলে, তাদের সেখানেই রোজা রাখতে হবে। যার জন্যই বিশেষ ভাবে প্রয়োজন সালালাহ আজকের ইফতার টাইম ও সেহরির শেষ সময় ২০২৫।
রমজানের সময় সূচি 2025 ওমান সালালাহ
সৌদি আরব, কাতার, কুয়েত, দুবাই, আরব আমিরাতের মতো প্রবাসী বাংলাদেশীদের জন্য আরও একটি সুন্দর দেশ হচ্ছে ওমান। যেখানে কয়েক বছর ধরে প্রবাসী বাংলাদেশীদের সংখ্যা বেড়েছে। যেহেতু বাংলাদেশ একটি ইসলাম ধর্ম প্রধান দেশ, যার কারণেই ওমানেও গিয়ে থাকেন মুসলিম যাদের সংখ্যা প্রায় ৮০ শতাংশ। এতে করে ওমানে থেকেও তাদের জন্য রমজানের রোজা রাখা আবশ্যিক, কারণ এটি ফরজ ইবাদাত। যার কারণেই আপনি এই মুহূর্তে ওমানের সালালাহ শহরে থাকলে জেনে নিন রমজানের সময় সূচি 2025 যা ছবি ও পিডিএফ ফাইল আকারে দেওয়া থাকবে।
আরও দেখুন╰┈➤ ওমান রোজার সময়সূচি 2025 ক্যালেন্ডার (ইফতার ও সেহরির শেষ সময়)✔️
সালালাহ ইফতার টাইম ২০২৫
আজ সন্ধ্যা ০৬:৩১ টায় ওমানের উন্নতম শহর সালালাহ’তে রমজানের রোজার ইফতার অনুষ্ঠিত হবে। সাধারণত আমরা বিশেষ করেই রমজানের রোজার প্রথম দিকে সেহরির সময় সূচি জানতে আগ্রহ দেখায় বেশি, এতে করে পুরো রমজান আর দেখতে হয় না, একটি ধারণা হবার ফলে।
সালালাহ সেহরির শেষ সময় ২০২৫
আজ ভোর ০৫:৩০ টায় সেহরির সময় শেষ হবে ওমানের সালালাহতে, তাই ওমানের সালালাহতে অবস্থান করছেন এমন প্রবাসী ভাইদের জানাতে চায়, উক্ত টাইমের আগেই আপনারা আপনাদের সেহরি শেষ করবেন ইনশাআল্লাহ্।