
আজ কি সৌদি আরবে রমজানের ঈদের চাঁদ দেখা গেছে ২০২৫ (ঈদুল ফিতরের চাঁদ দেখার খবর 2025) জেনে নিন। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলেই মহান আল্লাহ্র অশেষ রহমতে ভাল ও সুস্থ আছেন। পবিত্র মাহে রমজান এক, এক করে আমাদের মধ্যে হতে বিদায় নিচ্ছে! দেখতে দেখতে শেষ হয়ে গেল মহিমান্বিত বরকতময়, কল্যাণের বাণীর মাসটি। যার ফলে স্বাভাবিক ভাবেই আমাদের সামনে এখন অপেক্ষমাণ পবিত্র ঈদুল ফিতর! যার আনন্দ প্রতিটি মুসলিমের হৃদয়ে দোল খাচ্ছে আলহামদুলিল্লাহ। সে লক্ষ্যেই এই আর্টিকেলটিতে আলোচনা করবো, সৌদি আরবে ঈদ কবে ২০২৫, এতে করে প্রথমেই জেনে নিতে হবে সৌদি আরবে রমজানের রোজার ঈদের চাঁদের সর্বশেষ খবর সমূহ।
🌷 Go where you wanna 🪷
আজ কি সৌদি আরবে রমজানের ঈদের চাঁদ দেখা গেছে ২০২৫
পবিত্র মাহে রমজানের আগমনের আমাদের মন, হৃদয় যেমন আনন্দিত হয়েছিল ঠিক একই ভাবে তার বিদায় ক্ষণে খারাপ লাগা অনুভব হচ্ছে! তবে একই সাথে আসতে চলেছে ইসলামের ২টি আনন্দের প্রথম ঈদ, পবিত্র ঈদুল ফিতর। বিশ্বের প্রতিটি মুসলিম দেশেই চাঁদ দেখার উপর নির্ভর করে রমজানের রোজার ঈদের তারিখ নির্ণয় করা হয়। তেমনি ভাবে সৌদি আরবেও একই, ২০২৫ সালে সৌদি আরবে রমজানের ঈদ কবে হবে? এই প্রশ্নের উত্তর জানতে দেশটির আকাশে ২৯ রমজান (২৯ মার্চ) শনিবার চাঁদের সন্ধান করা হবে ইনশাআল্লাহ্। উল্লেখ্য যে, আজ সৌদি আরবে চাঁদ দেখা গেলে ২৯ দিন হবে রোজা, সেক্ষেত্রে আগামীকাল ঈদ অন্যথায় রমজানের রোজা ৩০টি পূর্ণ হবে এবং ৩১ মার্চ, ২০২৫ তারিখ (সোমবার) ঈদুল ফিতর পালিত হবে।
ঈদুল ফিতরের চাঁদ দেখার লাইভ খবর 2025
আপনি কি জানতে চান, যে সৌদি আরবে ঈদুল ফিতরের চাঁদ দেখার লাইভ খবর, যেখানে দেশটির জাতীয় চাঁদ দেখা কমিটি আয়োজন করেছে বৈঠকের। এতে করে দেশটির আকাশে সাধারণ জনগণ সহ সকলকে ২৯ ফেব্রুয়ারি ঈদুল ফিতরের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রীম কোর্ট। উল্লেখ্য যে, সাধারণ জনগণ যেখানেই খালি চোখে বা দুরবিন দিয়ে যেভাবেই হোক শাওয়াল মাসের চাঁদ দেখতে পান, তাঁরা যেন অতি দ্রুত স্থানীয় আদালতে বিষয়টি নথিবদ্ধ করেন। অথবা আদালতে জানাতে অপারগ হলে তাঁরা যেন স্থানীয় মসজিদে জানান। যাঁরা পরে বিষয়টি স্থানীয় আদালতকে জানানোর ব্যবস্থা করবেন।
সৌদি আরবের আকাশে রোজার ঈদের চাঁদ উঠেছে কিনা আজ ২০২৫
হাতে গোনা মাত্র কয়েক দিন পরের মুসলিম উম্মাহর সব থেকে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পালিত হতে যাচ্ছে। এতে করে হিজরি সন অনুসারে আজ ২৯ রমজান (২৯ মার্চ ) সৌদি আরবে ঈদের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। যার ফলে আজ ২৯ মার্চ, ২০২৫ তারিখ (শনিবার) সন্ধ্যায় সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশে পবিত্র মাহে রমজান শেষে, শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি, যাদের বৈঠকের সর্বশেষ আপডেটে জানানো হবে সৌদি আরবের আকাশে আজকে রোজার ঈদের চাঁদ উঠেছে কিনা তার খবর।