
কাতার রমজানের সময়সূচি 2025 ক্যালেন্ডার (আজকের ইফতার ও সেহরির শেষ সময় ২০২৫) নির্ভুল ভাবে জেনে নিন। ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ (শুক্রবার) পবিত্র মাহে রমজানের চাঁদ আরব দেশ কাতারের আকাশে দেখা গেছে। এতে করে স্বাভাবিক ভাবেই কাতারের প্রথম রমজানের রোজা শুরু হচ্ছে ১ মার্চ (শনিবার) হতে। মধ্যপ্রাচ্যের অঢেল সৌন্দর্যের এই দেশটি যেহেতু একটি আরব দেশ এবং তা সৌদি আরবের পাশেই, যার কারণে তাদের প্রধান ধর্ম হল ইসলাম। অর্থাৎ কাতারের মানুষ মুসলিম আলহামদুলিল্লাহ, এছাড়াও বিভিন্ন দেশের প্রবাসীরা রয়েছে, মূলত তারাও ইসলাম ধর্মের অনুসারী। যার জন্যই, এ অংশে তুলে ধরা হবে আপনাদের কাতার আজকের ইফতার ও সেহরির সময়সূচি ২০২৫ যা সাধারণত ২টি (ছবি ও পিডিএফ) দেওয়া হবে।
🌷 Go where you wanna 🪷
কাতার রমজানের সময়সূচি 2025
২০২৪ সালের ন্যায় ২০২৫ সালেও সৌদি আরবের সাথে কাতারের রমজানের চাঁদ দেখা গেছে। যার কারণেই এবারও একই সাথে রোজা বা সিয়াম শুরু হচ্ছে দেশ ২টিতে। প্রবাসী বাংলাদেশীদের কাছে কাতার একটি প্রিয় তথা পছন্দের দেশ। কারণ প্রতি বছর দেশটিতে অসংখ্য কর্মী গিয়ে থাকেন, তাদের বিশেষ উদ্দেশ্য হল কাজ, যার মাধ্যমে নিজেদের এবং একই সাথে দেশের ভাগ্য উন্নয়ন করবেন। কাতার প্রবাসী ভাইদের মাঝে যখন পবিত্র মাহে রমজানের রোজা আসে, তা তারা ওখানেই পালন করেন। এতে করেই তাদের প্রয়োজন হয় বা পরে, রমজানের সময় সূচি 2025 কাতার।
কাতার রোজার সময়সূচি ক্যালেন্ডার ২০২৫ দোহা
কাতার যার রাজধানী শহর হল দোহা, যার বুকে গড়ে উঠেছে কাতারের বিশাল আকর্ষণীয় স্থাপনা গুলো। দেশটির মোট জনসংখ্যার প্রায় ৯২ শতাংশ রাজধানী দোহাতে বসবাস করে। এছাড়াও বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রবাসীরাও কাতারের দোহা শহরেই রয়েছে। তাই পবিত্র মাহে রমজানে, কাতার রোজার সময়সূচি ক্যালেন্ডার ২০২৫ খুঁজতে মানুষ দোহা শহরের ইফতার ও সেহরির শেষ সময় জানতে চায়।
আরও দেখুন╰┈➤ দক্ষিণ কোরিয়া রোজার সময়সূচি 2025 ক্যালেন্ডার (ইফতার ও সেহরির শেষ সময়)✔️
আজকের সেহরির শেষ সময় কাতার 2025
অনেক প্রতীক্ষিত পবিত্র মাহে রমজান মাস আমাদের মধ্যে এসেছে, ১টি বছর পর। যে মাসটির গুরুত্ব ও তাৎপর্য প্রতিটি মুসলিম হৃদয় জানে, যার কারণেই প্রথম রমজান হতে তারা জানতে চায়। কাতারের আজকের সেহরির শেষ সময় ভোর: ০৪.৪১ টায়।
কাতার ইফতার টাইম ২০২৫
পাশাপাশি একই সাথে সেহরির সময় সূচি জানার পর, কাতারের মানুষ পেতে চায় ইফতার টাইম। যা সাধারণত সন্ধ্যায় অর্থাৎ মাগরিবের সালাতের আযানের সময় অনুষ্ঠিত হয়। মধ্যপ্রাচ্যের দেশ কাতারের আজকের ইফতারের সময়: 05.36 টায়।