
মালয়েশিয়া পেনাং রোজার সময়সূচি 2025 ক্যালেন্ডার, কুয়ালালামপুর, সেলাঙ্গর, জহুর বাহরু, মালাক্কা (আজকের ইফতার ও সেহরির শেষ সময় ২০২৫) নির্ভুল ভাবে জেনে নিন। সুখবর! মালয়েশিয়ার আকাশে পবিত্র মাহে রমজানের রোজার চাঁদ দেখা গেছে। যার কারণে আগামী ২রা মার্চ, ২০২৫ মালয়েশিয়াতে রমজানের প্রথম শুরু হচ্ছে। এতে করে পেনাং শহরে অবস্থান রত প্রবাসী বাংলাদেশীদের জন্য আমরা এই আর্টিকেলটিতে আজকের ইফতার ও সেহরির সময়সূচি তুলে ধরা হবে। এতে করে বাংলাদেশী ভাইয়েরা নিজ ভাষায় জানতে পারবেন মালয়েশিয়া পেনাং রোজার ক্যালেন্ডার ২০২৫।
🌷 Go where you wanna 🪷
মালয়েশিয়া পেনাং রোজার সময়সূচি 2025
(পেনাং) মালয়েশিয়া মধ্যপ্রাচ্যের উন্নতম একটি দেশ যার ইতিহাস ও পর্যটন খ্যাত সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি। এই দেশটিতে প্রতি বছর বাংলাদেশ হতে প্রবাসী হিসেবে সেখানে যায়, প্রধানত কাজের সন্ধানে। এতে করে তাদের মাধ্যমেই আমাদের মাতৃভূমি দিন দিন এগিয়ে যাচ্ছে। এতে করে আমাদের উচিদ তাদের কোন না কোন ভাবে সাহায্য করা, যা হতে পারে রমজানের সময় সূচি 2025 মালয়েশিয়ার পেনাং শহরে থাকাদের সঠিক সময় সূচি দিয়ে।
মালয়েশিয়া রমজানের সময়সূচি ক্যালেন্ডার ২০২৫ পেনাং
দীর্ঘ একটি বছর পর আমাদের মাঝে এলো পবিত্র মাহে রমজান, যার রহমত, বরকত ও মাগফিরাতের জন্য প্রতিটি মুসলিমদের হৃদয় উদগ্রীব হয়ে থাকে। কারণ এটা একটি আত্মশুদ্ধির মাস, যার মধ্য দিয়ে আমরা নিজেদের বিগত জীবনের পাপ মোচনের পাশাপাশি সামনের দিনে নিজেকে আল্লাহ্র জন্য তৈরি করতে পারি ইনশাআল্লাহ্। তাই এ অংশ থাকলো মালয়েশিয়ার রোজার সময়সূচি ক্যালেন্ডার ২০২৫ যা শুধুমাত্র পেনাং শহরের জন্য প্রযোজ্য।
আরও দেখুন╰┈➤ ওমান রোজার সময়সূচি 2025 ক্যালেন্ডার (ইফতার ও সেহরির শেষ সময়)✔️
আজকের সেহরির শেষ সময় পেনাং 2025
2025 সালের পবিত্র মাহে রমজানের রোজা শুরু হয়েছে, এতে করে এখন যারা মালয়েশিয়ার পেনাং শহরে রয়েছেন। তারা জানতে চান, মালয়েশিয়ার পেনাং আজকের সেহরির শেষ সময় ভোর ০৬.২২ টায়।
পেনাং ইফতার টাইম ২০২৫
পেনাং মালয়েশিয়াতে আজকের ইফতার সন্ধ্যা ০৭.৩২ টায় অনুষ্ঠিত হবে। ঐ সময় টায় মাগরিবের নামাজের আযান হবে, মুসলিমরা ইফতারের পরে সালাত আদায় করবেন ইনশাআল্লাহ্।