জর্ডান রোজার সময়সূচি ২০২৫ (Jordan Ramadan Calendar 2025) জর্ডানের আম্মানের রমজানের ক্যালেন্ডার আজকের ইফতার ও সেহরির শেষ সময়। মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে সমৃদ্ধশালী একটি দেশ হচ্ছে জর্ডান। দেশটির জনসংখ্যার প্রায় ৯৩ শতাংশই মুসলিম। এছাড়া দেশটিতে কিছু আহমদিয়া এবং শিয়া ইসলামের অনুসারী রয়েছে। শিয়াদের অধিকাংশই ইরাকি ও লেবানিয় শরণার্থী। দেশটির অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে রয়েছে বিশ্বের প্রাচীনতম খ্রিস্টান সম্প্রদায়সমূহের একটি, যারা বাকি জনসংখ্যার সাথে সহাবস্থান করছে। এছাড়াও রয়েছে বহু সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা, তাদের জন্যই আমাদের আজকের আয়োজন জর্ডানের রমজানের সময়সূচি ২০২৫ আজকের ইফতার ও সেহরির শেষ সময়।
জর্ডান রোজার সময়সূচি ২০২৫
আমরা জানি যে, বর্তমানে অনেক দেশেই প্রবাসী বাংলাদেশীরা রয়েছে যারা বিশেষ করে কাজের সন্ধানেই গিয়ে থাকেন। কারণ আমরা জানি যে, অর্থনীতি ভাবে বাংলাদেশ অনেক পিছিয়ে তাই প্রতি বছর কাজের জন্য বিদেশ যান, যার মধ্যে অনেকেই জর্ডানে যান। এতে করে যখন পবিত্র মাহে রমজানের চাঁদ উঠে পশ্চিম আকাশে অন্যান্য দেশের ন্যায় তখন জর্ডানে থাকা মুসলিমরাও রোজা রাখেন। এতে করে তাদের প্রথমেই জেনে নিতে হয় জর্ডানের রোজার সময়সূচি ২০২৫, যার সূত্র ধরে প্রতিদিনের সেহরি ও ইফতার করতে হয়।
জর্ডানের রমজানের ক্যালেন্ডার 2025 আম্মান
বিশ্বের উন্নতম ব্যস্ততম শহরের মধ্যে একটি হল জর্ডানের রাজধানী আম্মান। যেখানে রয়েছে মোট প্রবাসী বাংলাদেশীর প্রায় ৮৫% যার জন্যই দেশটিতে থাকা মুসলিমদের মধ্যে প্রায় সবাই আগে জর্ডানের আম্মানের রমজানের ক্যালেন্ডার 2025 চেয়ে বা খুঁজে থাকে। কারণ অফিচিয়াল ভাবে জর্ডানের ইসলামিক ফাউন্ডেশন রাজধানী শহরের জন্যই রমজানের ক্যালেন্ডার প্রকাশ করে থাকেন। এবং সেখানে স্পষ্ট ভাবেই উল্লেখ করা থাকে জর্ডানের রাজধানী শহর আম্মানের থেকে অন্যান্য শহরের ক্ষেত্রে ৫-১০ মিনিট যোগ বা বিয়োগ হবে।
অস্ট্রেলিয়া রোজার সময়সূচি ২০২৫ (Australia Ramadan Calendar 2025)
Jordan Ramadan Calendar 2025 Today Sehri & Iftar Timetable
আপনি কি এখন মধ্যপ্রাচ্যের জর্ডানে রয়েছেন? এবং একই সাথে আপনি কি মুসলিম তথা ইসলাম ধর্মের? তাহলে আমরা বলতে পারি আপনি এখানে, Jordan Ramadan Calendar 2025 Today Sehri & Iftar Timetable দেখতে বা ডাউনলোড করতে এসেছেন। কারণ ইতোমধ্যেই ২০২৫ সালের আরবি শাবানের পর পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে, তাই সৌদি আরবের ন্যায় জর্ডানেও শুরু হচ্ছে আগামী ২ মার্চ, ২০২৫ তারিখ হতে রমজানের রোজা।
জর্ডান আজকের সেহরি ও ইফতারের সময় সূচি ২০২৫
বিশেষ করে মাহে রমজানের প্রথম দিকে অর্থাৎ প্রথম রোজার সময় সকলে জর্ডানের সেহরি ও ইফতারের সময়সূচি জানতে চায়। এতে করে সেই সময় সূচী ডাউনলোড করে রাখে বা একবার দেখলেই হয়। জর্ডানের প্রথম রমজানের রোজার সেহরির শেষ সময় হচ্ছে ৫.৩০ টায়, পক্ষান্তরে ইফতার হবে সন্ধ্যে ০৭.৫৫ মিনিটে।