
ইতালি রমজানের সময়সূচি 2025 ক্যালেন্ডার মিলান, রোম ও ভেনাস (আজকের ইফতার ও সেহরির শেষ সময় ২০২৫) নির্ভুল ভাবে জেনে নিন। ইতালি যা ইউরোপের চোখ ধাঁধানো একটি দেশ যেখানে প্রচুর পরিমাণে পর্যটক যায় ভ্রমণের জন্য। কারণ এই দেশটির রয়েছে দারুণ সব জায়গা, স্বাভাবিক ভাবে ইতালি কোন মুসলিম রাষ্ট্র নয়। কিন্তু যেহেতু বিশ্বের নানা দেশের পর্যটক সেখানে যায়, যার মধ্যে একটি অংশ রয়েছে ইসলাম ধর্মেরও। এছাড়াও বাংলাদেশীরা রয়েছে যারা বিভিন্ন কাজের ক্ষেত্রে ইউরোপের এই দেশটিতে অবস্থান করছে। বিশেষ করে তাদের জন্যই ইতালি আজকের সেহরি ও ইফতারের সময় সূচি টাইম তুলে ধরা হল।
🌷 Go where you wanna 🪷
ইতালি রমজানের সময়সূচি 2025
২০২৫ সালের পবিত্র মাহে রমজানের রোজার চাঁদ বিশ্বের অন্যান্য দেশের ন্যায়, ইতালির আকাশেও দেখা গেছে। যা আজ ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় ইতালির মিলান সহ অন্যান্য শহরের আকাশে দেখা যায়। এতে করে সৌদি আরবের সাথে ইতালিতেও রমজানের প্রথম রোজা শুরু হচ্ছে আগামী ১ মার্চ, ২০২৫ তারিখ শনিবার হতে। যার জন্য প্রবাসী বাংলাদেশীরা ইতোমধ্যেই রমজানের রোজা রাখার লক্ষ্যে যাবতীয় কার্যক্রম সেরেছে, এবার পালা ইতালি রমজানের সময়সূচি 2025 সহ দেশটির অন্যান্য শহরের জন্য জেনে নেওয়া।
ইতালি রোজার সময়সূচি ২০২৫ ক্যালেন্ডার মিলান, রোম ও ভেনাস
সাধারণত ইতালি কোন ইসলাম ধর্ম প্রধান দেশ নয়, কিন্তু তা হলেও আল্লাহ্র রহমতে কিছু সংখ্যক ইসলাম ধর্মের অনুসারী রয়েছে সেখানে, যারা কাজ অথবা বেড়াতে যান। এদের মধ্যে অনেকেই পবিত্র মাহে রমজানের কালেও সেখানে থাকেন। যার কারণেই তাকে আবশ্যিক ভাবে রমজানের ফরজ রোজা ইতালিতে রাখতে হয়। প্রবাসী বাঙ্গালীদের মধ্যে অনেকেই ইতালির মিলান, রোম, ভেনাসের মতো বড় শহরে রয়েছে, যাদের জন্য রমজানের রোজার সময়সূচি ক্যালেন্ডার ২০২৫ নিচের অংশে ছবি আকারে প্রদান করা হল।
আরও দেখুন╰┈➤ আজমান রোজার সময়সূচি 2025 ক্যালেন্ডার (ইফতার ও সেহরির শেষ সময়)✔️
আজকের সেহরির শেষ সময় ইতালি 2025
আজকের সেহরির শেষ সময় ইতালিতেঃ ০৫.২৯ টায়, যার মধ্যে বা এই সময়ের মধ্যেই আপনাকে সেহরির খাবার সম্পন্ন করতে হবে। এবং একই সাথে ফজরের সালাত আদায় করতে হবে ইফতার পর্যন্ত সকল ধরণের পানাহার হতে বিরত থাকতে হবে।
ইতালি ইফতার টাইম ২০২৫
আমরা জানি যে, সময়ের পার্থক্যে ইতালি বাংলাদেশের চেয়ে ৫ ঘণ্টা পিছিয়ে রয়েছে। এতে করে বাংলাদেশের ৫ ঘণ্টা পরে ইতালিতে রোজার ইফতার অনুষ্ঠিত হবে। যার কারণে ইতালির আজকের ইফতারের সময়ঃ ০৬.২২ টায়।