
রোজা কত তারিখে ২০২৫ বাংলাদেশ, রমজান শুরু হবে কবে? জানুন! দীর্ঘ একটি বছর পরে আবারও পবিত্র মাহে রমজানের সুবাস বয়তে শুরু করেছে পৃথিবীর জমিনে আলহামদুলিল্লাহ! কারণ আপনারা জানেন যে, ইসলাম ধর্মের পবিত্র এই মাসটি ঠিক এক বছর পর, পর আসে মহান আল্লাহ্ তা’আলার রহমত, বরকত ও মাগফিতের বাণী নিয়ে। এই মাসের, মাস ব্যাপী সিয়াম সাধনা তথা রোজাকে আমাদের মুসলিমদের জন্য করা হয়েছে ফরজ, যেমনটি করা হয়েছিল আমাদের পূর্ববর্তীদের উপর।
যাতে করে আমরা পরহেজগারি অবলম্বন করতে পারি, আল্লাহ্র রহমতে। সেই মহান ও পবিত্র মাহে রমজান মাসের প্রথম রোজা কবে শুরু হবে বাংলাদেশ, সৌদি আরব, আবব আমিরাত (দুবাই), মালয়েশিয়া, ওমান, কাতার, কুয়েতের মতো দেশ গুলোতে তার তারিখ সংক্রান্ত তথ্য, উপাত্ত নিয়েই উপস্থিত হয়েছে এ আর্টিকেলটিতে।
🌷 Go where you wanna 🪷
রোজা কত তারিখে ২০২৫
পবিত্র মাহে রমজান মাসের রোজা আমাদের ইসলাম ধর্মের অনুসারীদের জন্য একটি মহান ফরজ ইবাদাত, যেমন ফরজ কালেমা (সাক্ষ্য ও বিশ্বাস), নামাজ, যাকাত এবং সামর্থ্য থাকলে হজ্জ করা একই সাথে মুসলিম নারীদের জন্য পর্দা করা ফরজ। তাই রমজান মাসের রোজা আমাদের জন্য বিশেষ গুরুত্ববহ এবং একই সাথে তাৎপর্যপূর্ণ একটি ইবাদাত।
যার মাধ্যমে আমরা নিজেদের আত্মশুদ্ধি করতে পারি, বুঝতে ও জানতে পারি গরিব দুঃখী মানুষদের ক্ষুদার জ্বালা! সেই পবিত্র মাসের তথা রমজানের রোজা কত তারিখে ২০২৫ সালে শুরু হবে, তা জানতে চেয়েছেন অনেকেই। তাদের উদ্দেশে জানাতে চায়; ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি শাবান মাসের ২৯ তারিখ হবে, ঐদিন সন্ধ্যায় চাঁদ দেখা গেলে সৌদি আরবে রোজা শুরু হবে আগামী ১ মার্চ, ২০২৫ (শনিবার) তারিখে।
2025 সালের রমজান কত তারিখ বাংলাদেশ
এসেছে নতুন বছর, তাই স্বাভাবিক ভাবেই ইসলাম ধর্মের নতুন বছরে রয়েছে পবিত্র কিছু মাস এবং ইবাদাত ও উৎসব গুলো। যার মধ্যে পবিত্র মাহে রমজান মাসের রোজা অন্যতম। আমরা জানি যে, বাংলাদেশ একটি ইসলাম ধর্ম প্রধান দেশ, যার ৮৯% জন সংখ্যা ইসলাম ধর্মের অনুসারী তথা মুসলিম। এতেই করেই 2025 সালের রমজান কত তারিখে বাংলাদেশে শুরু হবে? তা জানতে আগ্রহী সকলেই।
আমরা জানি যে, সাধারণত সৌদি আরবের ১দিন পরে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ গুলোতে রোজা ও ঈদ পালিত হয়। এ ক্ষেত্রে ২০২৫ সালের রমজান বাংলাদেশে ২রা মার্চ (রবিবার) থেকে শুরু হবে সম্ভাবনা বেশি (চাঁদ দেখার উপর নির্ভরশীল)।
আরও দেখুন: রমজানের সময় সূচি 2025 ক্যালেন্ডার বাংলাদেশ সেহরি ও ইফতারের সময়সূচি
প্রথম রমজান শুরু হবে কবে?
প্রথম সব কিছু নিয়েই মানুষের মাঝে স্বাভাবিক ভাবে উন্মাদনা অনেক বেশি থাকে। তার ব্যতিক্রম নয়, পবিত্র মাহে রমজান মাসের প্রথম রোজা কবে শুরু হবে এবং তা ঘিরে নানা আয়োজনের পাশাপাশি মনের প্রশান্তি। কারণ আমরা সকলেই পবিত্র রমজানকে ঘিরে নানা আয়োজন করে থাকি এবং সারা বছর অপেক্ষায় থাকি এই মাসটি শুরুর। চারিদিকে যেন রহমতের বারিধারা বয়তে থাকে, মন ও প্রাণ থাকে প্রফুল্ল, যেখানে এক ধরণের শান্তি বিরাজমান থাকে। চলতি বছর হিজরি ক্যালেন্ডার ১৪৪৬ সনের আরবির ৯ম তম মাস মাহে রমজানের প্রথম রোজা শুরু হবে আগামী ২ বা ৩ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ (রমজানের চাঁদ উঠার উপর নির্ভর করে)।