
আরব আমিরাত আজমান রোজার সময়সূচি 2025 ক্যালেন্ডার : সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি, দুবাই, শারজাহ, আল আইন রমজানের সময়সূচি ক্যালেন্ডার 2025 জেনে নিন। সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর সহ সব শহরে শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমজানের রোজা। ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ (শুক্রবার) দুবাইয়ের আজমান শহরে পবিত্র মাহে রমজানের রোজা চাঁদ আকাশে দেখা যায়। এতে করে আজমানে পবিত্র রমজানের প্রথম রোজা শুরু হচ্ছে ১ মার্চ (শনিবার)। যার জন্য এই মুহূর্তে আরব আমিরাতের আজমান শহরে বসবাসরত প্রবাসী সহ স্থানীয় মুসলিমরা পেতে চান, আজমান আজকের ইফতার টাইম ও সেহরির শেষ সময়।
🌷 Go where you wanna 🪷
আরব আমিরাত আজমান রোজার সময়সূচি 2025
১টি বছর ঘুরতে মাহে রমজান এখন মুমিন, মুসলমানের ঘরে, ঘরে চলছে রমজানের রোজা পালনের প্রস্তুতি। অনেকেই পবিত্র এই মাসের সিয়াম তথা রোজাকে ঘিরে অপেক্ষায় থাকে, কারণ এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি মুসলিমের জন্য। আমরা জানি যে, প্রবাসী বাংলাদেশীদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রয়েছে সংযুক্ত আরব আমিরাতে। এতে করে বর্তমানে যারা আজমান শহরে রয়েছেন তাদের জানতে হবে সেখানকার রমজানের সময় সূচি সমূহ। এতে করেই দারুণ বা পূর্ণ ভাবে জানা যাবে আজমান আজকের সেহরির ও ইফতারের সময় সূচি ২০২৫।
রমজানের সময় সূচি 2025 আজমান আরব আমিরাত
আরব আমিরাতের ব্যস্ততম শহরের নাম হচ্ছে আজমান, যার স্থানীয় বাসিন্দার সংখ্যা প্রায় কয়েক লাখ। এছাড়াও সেখানে রয়েছে প্রবাসী বাংলাদেশী সহ অন্যান্য দেশের প্রবাসী পর্যটকেরা। এদের বা তাদের মধ্যে যারা ধর্মের দিক থেকে ইসলাম ধর্মের অনুসারী তথা মুসলিম তাদের জন্য পবিত্র মাহে রমজানের রোজা রাখা ফরজ। যার জন্য আপনি আপনার নিজ দেশ বা প্রবাসে দুবাই’য়ের আজমানে থাকেন আপনাকে রমজানের ফরজ সিয়াম গুলো পুঙ্খানুপুঙ্খ ভাবে পালন করতেই হবে। তার জন্য যা করণীয় তা হচ্ছে রমজানের সময় সূচি 2025 আজমান দুবাই বা আরব আমিরাতের জন্য জেনে নেওয়া।
আরও দেখুন╰┈➤ দুবাই রোজার সময়সূচি 2025 ক্যালেন্ডার (ইফতার ও সেহরির শেষ সময়)✔️
আজমান ইফতার টাইম ২০২৫ দুবাই
এখন যারা আরব আমিরাতের আজমানে রয়েছে রমজানের রোজাকে সামনে রেখে জানতে চান, ইফতারের সময়সূচি। কারণ সারাদিন রোজা রাখার পর ইফতার একটি গুরুত্বপূর্ণ অংশ। যার কারণেই আপনাকে সঠিক ও স্থানীয় সময় অনুসারে ইফতারের টাইম জানতে হবে। সংযুক্ত আরব আমিরাতের আজমানে আজকের ইফতার টাইম সন্ধ্যা ০৬:২০ টায়।
আজমান দুবাই সেহরির শেষ সময় ২০২৫
অপরদিকে ইফতারের আগেই জেনে নিতে হবে আরব আমিরাতের আজমানের সেহরির সময়সূচি। কেন না ইফতারের আগেই প্রয়োজনীয় হচ্ছে সেহরির সময়। সুবাহে সাদিকের আগেই আপনাকে সেহরি খেতে হবে। আজ দুবাই আজমান সেহরির শেষ সময় ভোর ০৫:২৫ টায়।