
আবুধাবি রোজার সময়সূচি 2025 ক্যালেন্ডার আরব আমিরাত (আজকের ইফতার ও সেহরির শেষ সময় ২০২৫) নির্ভুল ভাবে জেনে নিন। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি শহরটি অত্যন্ত জনপ্রিয় অনেক গুলো কারণেই, যার মধ্যে উল্লেখ্য শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ। এই মসজিদতে দেখতে ও সেখানে নামাজ আদায় করতে অনেকেই গিয়ে থাকেন। এছাড়াও প্রবাসী বাংলাদেশীরা রয়েছে আরব আমিরাতের এই আবুধাবি রাজ্যটিতে। আমরা জানি যে, এটি একটি মুসলিম রাষ্ট্র এবং একই সাথে প্রবাসী বাংলাদেশীরাও ইসলাম ধর্মের, যার কারণেই রমজানের রোজার সময় সূচি ২০২৫ আরব আমিরাতের আবুধাবি শহরের জন্য দেওয়া হবে।
🌷 Go where you wanna 🪷
আবুধাবি রোজার সময়সূচি 2025
পবিত্র মাহে রমজান মাস, বিগত বছরের ন্যায় এবারও সৌদি আরবের সাথেই শুরু হল সংযুক্ত আরব আমিরাতে। ১ মার্চ শনিবার আমিরাতের আবুধাবি, দুবাই, শারজাহ সহ সকল শহরে রমজানের প্রথম রোজা শুরু হবে। প্রবাসী বাংলাদেশীদের ভিত্তিতে প্রায় ৩য় সর্বোচ্চ রয়েছে এই দেশে। ইসলাম ধর্মের অনুসারী হিসেবে প্রতিটি মুসলিমকে রমজানের ফরজ সিয়াম রাখতে হবে। যার জন্য জানতে হবে আবুধাবি রমজানের সময় সূচি 2025 যা এক, এক করে সকল রোজার সেহরি ও ইফতারের সময় সূচি তুলে ধরা হয়েছে।
আরব আমিরাত আবুধাবি রমজানের ক্যালেন্ডার ২০২৫
হিজরি ১৪৪৬ সনের নবম তম মাস হল পবিত্র মাহে রমজান, যে মাসটিতে আল্লাহ্র বিশেষ রহমত, বরকত নাযিল হয়। কারণ এই পবিত্র মাহে রমজান মাসেই পবিত্র আল কুরআন নাযিল হয়েছে। তাই এই মাসটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম, যার জন্য এই মাসের সিয়াম বা রোজাকে ফরজ করা হয়েছে। আপনারা যারা এই মুহূর্তে আরব আমিরাতের আবুধাবিতে রয়েছেন তাদের জন্য রমজানের পুরো মাসের ক্যালেন্ডারটি ছবি ও টেবিল আকারে দেওয়া হল।
আরও দেখুন╰┈➤ আরব আমিরাত রোজার সময়সূচি 2025 ক্যালেন্ডার (ইফতার ও সেহরির শেষ সময়)✔️
আজকের সেহরির শেষ সময় আবুধাবি 2025
মধ্যপ্রাচ্যের আরব আমিরাতের আবুধাবিতে আজকের সেহরির শেষ সময় ভোর ০৬.০৪ টায়। উক্ত সময়ে ফজরের আযানের মধ্য দিয়ে সেহরির নির্ধারিত টাইম সম্পন্ন হয়ে যাবে।
আবুধাবি ইফতার টাইম ২০২৫
আজ সন্ধ্যা ০৭.০৯ টায় সংযুক্ত আরব আমিরাতের রমজানের প্রথম রোজার ইফতার অনুষ্ঠিত হবে। আমরা জানি যে, মাগরিবের আযানের মধ্য দিয়ে মুসলিমরা রমজান সহ সকল রোজার ইফতার গ্রহণ করেন। এবং কিছুক্ষণের মধ্যে মাগরিবের সালাত আদায় করে নেন।